Khoborerchokh logo

গাজীপুরে প্রতারনার দায়ে ডিসেন্ট গ্রুপ (প্রা:) লিমিটেড এর মালিক শাহীন আলম গ্রেপ্তার । 983 0

Khoborerchokh logo

গাজীপুরে প্রতারনার দায়ে ডিসেন্ট গ্রুপ (প্রা:) লিমিটেড এর মালিক শাহীন আলম গ্রেপ্তার ।

গাজীপুরে ভুয়া প্রতিষ্ঠান খুলে প্রতারনার দায়ে ডিসেন্ট গ্রুপ (প্রা:) লিমিটেড এর মালিক শাহীন আলম গ্রেপ্তার ।
রনি আহম্মেদ 
  গাজীপুর মেট্রোপলিটন  এলাকার গাছা থানাধীন বোর্ডবাজারস্থ শফিক প্লাজার ২য় তলায় ডিসেন্ট গ্রুপ(প্রাইভেট) লিমিটেড নামীয় কোম্পানীর অনলাইন ভিত্তিক লোভনীয় সরকারী ,বেসরকারী শায়িত্ব শাষিত প্রতিষ্ঠানে আর্কষনীয় বেতনে চাকুরীর প্রলোভন দেখিয়ে শতশত নারী পুরুষ,অল্প শিক্ষিত সহজ সরলমনা বেকার যুবক যুবতীদের নি:স্ব করে আসছিল  ডিসেন্ট গ্রুপ (প্রাইভেট) লিমিটেড নামীয় কোম্পানীর মালিক শাহীন আলম ( ৩৮) প্রতারক ও তারই সহধর্মীনি তানজিলা ইয়াছমিন অপু (৩২ ),শাহীনের দ্বিতীয় স্ত্রী । প্রতিদিন শতশত নারী পুরুষ অনলাইনে আকর্ষনীয় বেতনে নিয়োগ বিগ্ঞপ্তি দেখে অন্ধবিশ্বাসে ১২০০/ জমা দিয়ে ফর্ম ফিলাপ করে নামমাত্র ইন্টারভিউ করে ১৬০০০ (ষোল হাজার টাকা ) বেতনে চাকুরী হয়েছে বলে চাকুরী প্রার্থীর  আর্থিকঅবস্থান বুঝে ১৮০০/ টাকা থেকে শুরু করে ৫০,০০০/ টাকা পযর্ন্ত জামানতের জন্য চাপ সৃষ্টি করা হতো ।  এম এল এম সিস্টেম এর মত ডিসেন্ট গ্রুপ এর মালিক শাহিন আলম ও তার দ্বিতীয় স্ত্রী তানজিলা ইয়াসমিনের  ছত্রছায়ায় শতশত এজেন্ট নিয়োগ করাছিল ,তারা সবাই ৮ / ১০০০০/বেতন সমেত ২৫% কমিশন ভিত্তিক কাজ করত । অভিযোগ সুত্রে জানা যায় শাহীন আলমের গ্রামের বাড়ী নেত্রকোনা জেলার বারহাট্রা থানার বড় কইলাদি ,মৃত মহসিন আলীর ছেলে । গত ৮ মার্চ ২০২০ তারিখে  প্রতারিত ১০-১৫ জন ভুক্তভোগীদের মধ্যে মোছা: খাদিজা খাতুন (২০) পিতা ; গিয়াস উদ্দিন ,সাং রাধাকানাই ,থানা ফুলবাড়িয়া জেলা ময়মনসিংহ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানা পুলিশকে প্রতারনার বিষয়ে জানালে ,তাৎক্ষনিক জি এম পি কমিশনার মহোদয়ের নির্দেশে এ ডি সি ক্রাইম সাউথ  শাহাদাৎ হোসেন  ও এ সি আশরাফুল ইসলাম গাছা জোন এর নেতৃত্বে  ওসি তদন্ত মালেক খসরু খান , উপ পুলিশ পরিদর্শক হাফিজ উদ্দিন , উপ পুলিশ পরিদর্শক সজীব ও স্বংগীয় ফোর্সসহ অত্র ডিসেন্ট গ্রুপ কোম্পানীতে অভিযান শুরু করেন । দুপুর ১২.৩০মিনিটে অভিযান শুরু করেন পুলিশ প্রশাসন,প্রায় ৩.০০ ঘন্টাব্যাপী অভিযান শেষে অভিযোগের সত্যতা ও যথাযথ কোম্পানী অণুমোদনের কাগজ পত্র দেখাতে ব্যর্থ হওয়ায় শাহীন আলমকে গ্রেপ্তার করে পুলিশ । প্রতারক চক্রের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয় । উল্লেখ উপস্থিত চাকুরী প্রত্যাশী ভুক্তভোগী ১৫ জন নারী পুরুষকে উদ্ধার করে স্বসন্মানে প্রমান স্বাপেক্ষে তাদের অভিযোগকৃত টাকা বুঝিয়ে দিয়ে বিদায় করা হয় ।  এ দিকে অন্য আসামীদের গ্রেপ্তারের বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে  শাহাদাৎ হোসেন ,এ ডি সি ক্রাইম সাউথ ও  আশরাফুল ইসলাম এ সি গাছা জোন বলেন ,অন্য প্রতারকদেরকেও গ্রেপতার করে আইনের আওতায় আনা হবে । তাদেরকে ধরার জন্য অভিযান চলমান আছে ,একজনকে গ্রেপ্তার করেছি তার বিরুদ্ধে প্রচলিত আইনানুযায়ী মামলা হয়েছে । 
গাছা থানার মামলা নং ৯ /২০২০ তারিখ ৮/৩/২০২০ গাজীপুরে ভুয়া প্রতিষ্ঠান খুলে প্রতারনার দায়ে ডিসেন্ট গ্রুপ (প্রা:) লিমিটেড এর মালিক শাহীন আলম গ্রেপ্তার ।



সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com